0/400000 BDT 0


Fundraise as :Self
Amount Needed :400000 BDT
Campaigns Details:

আমি একটি প্রাইভেট স্কুল এ আইটি বিষয়ে শিক্ষকতা করি। আমি পরিবারের বড় ছেলে। আমরা দুই ভাই। ছোট ভাই পড়াশোনা করে। আমার বাবা দুবাই প্রবাসি ছিলেন। যিনি ছিলেন আমার পরিবারের একমাত্র ইনকাম সোর্স। গত দুই বছর যাবৎ আমার বাবার কোম্পানি ঠিকঠাক বেতন দিচ্ছিলেন না। যার দরুণ আমাকে পড়াশোনা শেষ করেই স্কুলের শিক্ষকতাই প্রবেশ করতে হয়। আমার বাবা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লে, তাকে দেশে চলে আসতে হয়। গত এপ্রিলে উনি আসার পর ডাক্তার দেখালে জানতে পারি উনার কোলন ক্যান্সার , স্টেইজ ফোর। জানার পর পর ই আমরা উনার উচ্চতর চিকিৎসার জন্য ইন্ডিয়ায় সি এম সি ভেলোর এ নিয়ে যাই। গত আট মাস ধরে ট্রিটমেন্ট চলছে। এর মধ্যে উনার বাই পাশ অপারেশন হয়েছিল। আর প্রাথমিক ধরনের আটটি কেমো দেওয়া হয়েছে। কিউর নাহওয়ার দরুণ আরও চারটি পাওয়ারফুল কেমো দেওয়া হয়। এর মধ্যে আমাদের খরচ হয় প্রায় দশ লক্ষ টাকা। কিছু সেভিংস ছিল বাকিটা ধার করে। বিদেশে আমার বাবার কোম্পানির সাথে যোগাযোগ করলে তারা কোন প্রকার রেসপন্স করে নি। এর মধ্যে শেষ কেমো দেওয়ার পর জানতে পারি উনাকে দেওয়া কেমো রেসপন্স করছে না। এ বিষয়ে চায়নার মডার্ন হসপিটাল, গোয়ঁনজো তে যোগাযোগ করলে তারা আরো আধুনিক ট্রিটমেন্ট এর সিডিউল দেয় এবং পূর্বের রিপোর্ট দেখার পর তারা জানাল এ ব্যাপারে তারা খুবই আশাবাদী। খরচ হিসাবে তারা পঁচিশ থেকে চল্লিশ লক্ষ টাকার ধারনা দিয়েছে। আমি শিক্ষক হিসাবে বড় অসহায়। আমার বাবার চিকিৎসা খরচ বহনে আমি সামর্থ নয় । আর ছেলে হিসাবে আমার বাবার ক্যান্সারের দরুণ তিব্র ব্যাথায় কাতরানো দেখে চুপ থাকা, কিছু করতে না পারা, আমার জন্য কষ্টে কান্নায় দম বন্ধ হয়ে যাওয়ার অনুভূতি দায়ক। আমি আজ নিরুপায় হয়ে আপনাদের কাছে এসেছি। হয়তো, আল্লাহ যদি চাই আপনাদের অতুলনীয় সাহায্যে আমার বাবা আমাদের মাঝে আবার সুস্থ হয়ে ফিরে আসবে।
বি দ্রঃ আমার সকল ডকুমেন্ট ফটো সেকশন এ এড করা হয়েছে।
All document
https://www.facebook.com/media/set/?set=oa.281067602557839&type=3

Campaigns Location:

Village: মোহাম্মাদপুর
P.O/Thana: পাঁচলাইশ
District: চট্টগ্রাম