হার্টের রোগিকে বাঁচাতে এগিয়ে আসুন

Published at 2024-12-21 16:20:57

Short Description

আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগে (ওয়ার্ড#৭৭) ভর্তি, হার্টের অপারেশনের জন্য ১,০০,০০০ টাকা প্রয়োজন। সংসারে আয়ের কেউ নেই, দুই ছেলে ও এক মেয়ে লেখাপড়ারত। খরচ বহনে পুরোপুরি অক্ষম। আপনারা সাহায্যের হাত বাড়ালে বাঁচার সুযোগ পাব। সহযোগিতার জন্য চিরকৃতজ্ঞ থাকব।

Long Description

মোঃ জসিম উদ্দিন (৪৮), পিতা: মোঃ নাজের, মাতা: হোসনে আরা বেগম, ঠিকানা: শরফত আলী কন্ট্রাক্টরের বাড়ি, শমসের পাড়া, ডাকঘর: চান্দগাঁও, চান্দগাঁও, চট্টগ্রাম।

আমার দুই ছেলে এক মেয়ে, বড় ছেলে বয়স ১৭ বছর, ছোট ছেলে বয়স ১৫ বছর, মেয়ের বয়স ৯ বছর, তারা সবাই লেখাপড়ার মধ্যে আছে। আমি দীর্ঘদিন যাবৎ স্বাধীনতা কম্পেলেক্স চাকুরী করেছিলাম। কিন্তু আমি অসুস্থ হয়ে পড়ি। সংসারে হাল ধরার মত কেও নাই। বর্তমানে আমি হার্ড এর রুগে ভুকতেছি। এই আমি বর্তমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপাতালের কার্ডিয়াক সার্জারী বিভাগ (ওয়ার্ড#৭৭) ভর্তি মৃত্যুর ঝুঁকি নিয়ে আছি। আমার অপারেশনের জন্য ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার প্রয়োজন। আমার কাছে কাছে কোন টাকা পয়সা না বিধায় একদিকে সংসারের অভাব আর একদিকে আমার অপারেশনের টাকার প্রয়োজন। যদিও পারেন আমার অপারেশনের জন্য সাহায্য এবং আর্থিকভাবে সহযোগিতা করলে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকিব

0 Tk raised of 100,000 TK target

0%

0 donations


Address

Upazila Chandgaon Thana
District Chittagong District
Division Chittagong Division
Country Bangladesh