Our Works

Campaign Image

হৃদরোগে আক্রান্ত অসহায় রুগীর জন্য ১ মাসের ওষুধ সহায়তা প্রদান।

আলহামদুলিল্লাহ্‌ হৃদরোগে আক্রান্ত অসহায় রুগীর জন্য ১ মাসের ওষুধ সহায়তা প্রদান করা হয়েছে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত বছর হার্ট অ্যাটাকে আক্রান্ত হন । যিনি দীর্ঘদিন গার্মেন্টস শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। হার্ট অ্যাটাকের পর তিনি কর্মক্ষমতা হারিয়ে ফেলেন এবং পরিবারটি চরম অর্থনৈতিক সংকটে পড়ে। সর্বশেষ গত ১০ জুলাই তার হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন হয়, যা পরিচালনা করতে গিয়ে তারা সব সঞ্চয় হারায়। সার্জারির পর নিয়মিত ওষুধ ও চিকিৎসা খরচ বহন করতে না পারায় পরিবারটি চরম দুশ্চিন্তায় ছিল।

See More >
Campaign Image

চব্বিশের বন্যায় ত্রাণসামগ্রী বিতরণ প্রজেক্ট

শুকনো খাবার বিতরণ ফেনীর দাগনভূঞা, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও ফেনী সদর, কুমিল্লার মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলা, নোয়াখালী ও চাঁদপুরের বিভিন্ন স্থান এবং চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও মীরসরাই উপজেলা শুকনো খাবারের মধ্যে ছিল মুড়ি, চিড়া, গুড়, বিস্কুট, চানাচুর। এছাড়াও পানি, ওরসস্যালাইন, মোমবাতি, দিয়াশলাই মিলে প্রতি পরিবারের জন্য প্রায় ৫-৬ কেজির প্যাকেজ বিতরণ করা হয়।

See More >
Campaign Image

বন্যা পরবর্তী ১০০ ঘর নির্মাণ কর্মসূচী!

বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহীন পরিবারের পুনর্বাসন নিয়ে শুভ উদ্ধোধন হয়ে গেলো Alhaj Shamsul Hoque Foundation এর শত ঘর নির্মাণ প্রকল্প। বাংলাদেশ সরকার এর মাননীয় ধর্ম উপদেষ্টা ড.আ.ফ.ম. খালিদ হোসাইন লক্ষীপুরের ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ মহতী প্রকল্প উদ্ধোধন করেন।

See More >
Campaign Image

বন্যার্ত মানুষের জন্য তোষক, বালিশসামগ্রী বিতরণ কর্মসূচী

বন্যার্ত মানুষের জন্য লক্ষীপুর, নোয়াখালী, ফেনীর দাগনভূঞা, পরশুরাম, ছাগলনাইয়া, ফুলগাজী, সোনাগাজীসহ বিবিধ স্থানের প্রায় ২ হাজার মানুষের জন্য Alhaj Shamsul Hoque Foundation এর ব্যবস্থাপনায় বিতরণ করা হয় প্রয়োজনীয় বিছানা সামগ্রী। সরেজমিনে যাচাই-বাছাই করে পূর্বপরিকল্পিত তালিকা অনুযায়ী প্রতি পরিবারের জন্য যাতে রয়েছে মানসম্মত তোষক, মাদুর, বালিশ, বেডশীট, গামছা ইত্যাদির বিশেষ প্যাকেজ।

See More >
Campaign Image

পরশুরাম চক্ষু ক্যাম্প ২০২৪

ফেনির পরশুরাম উপজেলার পাইলট হাইস্কুলে Alhaj Shamsul Hoque Foundation এর ব্যবস্থাপনায় ও সেন্ড এ লিটল হোপ, ইউকের সহযোগিতায় ফ্রি চক্ষু ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

See More >
Campaign Image

শেরপুর কৃষক স্বাবলম্বী প্রজেক্ট

বন্যার পর নতুন স্বপ্নের বীজ! প্রাকৃতিক দুর্যোগ শুধু ফসল নয়, কৃষকের স্বপ্নও ধ্বংস করে দেয়। কিন্তু আমরা বিশ্বাস করি—সাহস আর সহযোগিতার মাধ্যমে যেকোনো বিপর্যয় জয় করা সম্ভব। শেরপুরের ২১ জন বন্যাক্রান্ত কৃষকের মাঝে ধানের বীজ, সার, উন্নত মানের স্প্রে মেশিন ও কীটনাশক বিতরণের মাধ্যমে পাশে দাঁডিয়েছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

See More >
Campaign Image

সিলেট চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচী

শীতের উষ্ণতায় চা শ্রমিকদের পাশে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন! আলহাজ শামসুল হক ফাউন্ডেশন তাদের শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছে। এই মহতী উদ্যোগে ৩৫০ পরিবারে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ফেনী এবং জাফলং চা বাগানের শ্রমিকদের মধ্যে।

See More >
Campaign Image

আমিন জুট্মিল চক্ষু ক্যাম্প ২০২৫

দিনব্যাপী এ আয়োজনে আড়াই শতাধিক মানুষকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়

See More >
Campaign Image

গড়ে উঠেছে পঙ্গু প্রতিবন্ধি রাজনের বাড়ি

North American Humanitarian Aid and Relief (NAHAR) ও Alhaj Shamsul Hoque Foundation এর সহযোগিতায় গড়ে উঠেছে পঙ্গু প্রতিবন্ধি রাজনের বাড়ি।

See More >
‹ Previous
1
Next ›