বন্যা পরবর্তী ১০০ ঘর নির্মাণ কর্মসূচী!

Work Image

বন্যা পরবর্তী ১০০ ঘর নির্মাণ কর্মসূচী!

Short Description

বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহীন পরিবারের পুনর্বাসন নিয়ে শুভ উদ্ধোধন হয়ে গেলো Alhaj Shamsul Hoque Foundation এর শত ঘর নির্মাণ প্রকল্প। বাংলাদেশ সরকার এর মাননীয় ধর্ম উপদেষ্টা ড.আ.ফ.ম. খালিদ হোসাইন লক্ষীপুরের ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ মহতী প্রকল্প উদ্ধোধন করেন।

Long Description

আশ ফাউন্ডেশনের নিবেদিতপ্রাণ স্থানীয় স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচিত পরিবারসমূহের মাঝে এ সময় সরকারের ধর্ম উপদেষ্টা মহোদয় ও ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী Muhammed Nasir Uddin ঘরের চাল ও বেড়ার টিন, চৌকি, ডেকচি-পাতিল সেট, বালতি, মগ ইত্যাদি তুলে দেন। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও ফাউন্ডেশনের উপদেষ্টা ড.ইসমাইল হোসাইন, লক্ষীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার তারেক বিন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সোহেল রানা, সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন মজুমদার সহ স্থানীয় গণ্যমান্য স্বেচ্ছাসেবী ব্যক্তিগণ। বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহীন পরিবারের পুনর্বাসন প্রজেক্টে আমাদের সাথে ছিল শামসুল হক ফাউন্ডেশন, NAHAR, SWMA, ABAM FOUNDATION, দুরবীন ফাউন্ডেশন।

Previous Condition

Work Present Condition

Present Condition

Work Previous Condition