চব্বিশের বন্যায় ত্রাণসামগ্রী বিতরণ প্রজেক্ট

Work Image

চব্বিশের বন্যায় ত্রাণসামগ্রী বিতরণ প্রজেক্ট

Short Description

শুকনো খাবার বিতরণ ফেনীর দাগনভূঞা, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও ফেনী সদর, কুমিল্লার মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলা, নোয়াখালী ও চাঁদপুরের বিভিন্ন স্থান এবং চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও মীরসরাই উপজেলা শুকনো খাবারের মধ্যে ছিল মুড়ি, চিড়া, গুড়, বিস্কুট, চানাচুর। এছাড়াও পানি, ওরসস্যালাইন, মোমবাতি, দিয়াশলাই মিলে প্রতি পরিবারের জন্য প্রায় ৫-৬ কেজির প্যাকেজ বিতরণ করা হয়।

Long Description

ফেনীর দাগনভূঞা, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও ফেনী সদর, কুমিল্লার মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলায় চিড়া মুড়ি, চিনি, বিস্কিট, ওরস্যালাইন আর ২ লিটারের পানির বোতল দিয়ে শুকনো খাবারের একাধিক প্যাকেজ বিতরণ করা হয়েছে দুইশত বন্যার্ত পরিবারের মাঝে।

Previous Condition

Work Present Condition

Present Condition

Work Previous Condition