"বিনামূল্যের ক্ববরস্থান"
0 Supporters
0%
BDT0
raised of BDT 15000000.00 goal
বানিজ্যিক রাজধানী চট্টগ্রামের বহু জায়গায় বিশেষ করে ভাড়াটিয়া কেউ মারা গেলে সামান্য একটু ক্ববরের জায়গা পাওয়া যায় না। কিনতে হয় বহুমূল্যে! আমাদের মুসলিম ভাই-বোনের জন্য আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ও কালচারাল ফাউন্ডেশন চট্টগ্রাম যৌথভাবে নিয়েছে এক দারুণ উদ্যোগ "বিনামূল্যের ক্ববরস্থান"। যাতে সকলের জন্য বিনামূল্যে ক্ববরের ব্যবস্থা থাকবে, ইনশাআল্লাহ!
বানিজ্যিক রাজধানী চট্টগ্রামের বহু জায়গায় বিশেষ করে ভাড়াটিয়া কেউ মারা গেলে সামান্য একটু ক্ববরের জায়গা পাওয়া যায় না। কিনতে হয় বহুমূল্যে! আমাদের মুসলিম ভাই-বোনের জন্য আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ও কালচারাল ফাউন্ডেশন চট্টগ্রাম যৌথভাবে নিয়েছে এক দারুণ উদ্যোগ "বিনামূল্যের ক্ববরস্থান"। যাতে সকলের জন্য বিনামূল্যে ক্ববরের ব্যবস্থা থাকবে, ইনশাআল্লাহ! এ প্রকল্পের জন্য ইতোমধ্যে খোলা হয়েছে "Alhaj Shamsul Hoque Foundation CFC Charity Koborsthan" নামে যৌথস্বাক্ষরে পরিচালিত এক ব্যংক একাউন্ট। এ মহতী প্রকল্পে নিশ্চিত সাদকায়ে জারিয়ার অংশ নিতে চাইলে চট্টগ্রামে বা শহরতলীতে যে কোন ব্যক্তি বা সংস্থা উপযুক্ত জায়গা দান করতে পারেন। অথবা কেউ স্বল্পমূল্যে বা ন্যায্যমূল্যে বিক্রি করতে নি:সংকোচে যোগাযোগ করতে পারেন। সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল কেউ চাইলে সরকারি কোন খাস জায়গা/ পরিত্যাক্ত ভূমি দান করে নগরবাসীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য সদয় দৃষ্টি আকর্ষণ করছি। ভূমি ডেভেলপমেন্ট ও অন্যান্য কার্যাদি ফাউন্ডেশন করবে, ইনশাআল্লাহ। এ সংক্রান্ত বিষয়ে দয়াকরে নি:সংকোচে ফাউন্ডেশনের দায়িত্বশীল 01841040544 এ যোগাযোগ করার বিনীত অনুরোধ রইলো।.