পরশুরাম চক্ষু ক্যাম্প
3 Supporters
100%
BDT230000.00
raised of BDT 230000.00 goal

ফেনির পরশুরাম উপজেলার পাইলট হাইস্কুলে Alhaj Shamsul Hoque Foundation এর ব্যবস্থাপনায় ও সেন্ড এ লিটল হোপ, ইউকের সহযোগিতায় ফ্রি চক্ষু ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
প্রায় ৩০০ এর বেশি বৃদ্ধ মা-বাবা এখানে উপস্থিত হয়ে পেয়েছেন সম্পূর্ণ বিনামূল্যে চোখের চিকিৎসা, ঔষধ ও চশমা। এছাড়া ক্যাম্প থেকে নির্বাচিত ৩১ জন বয়োবৃদ্ধ মা-বাবা পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন এর দারুণ সুযোগ!
নির্বাচিত রোগীদেরকে আগামি ২৫ তারিখ ও নভেম্বর মাসের ১ তারিখে ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সকাল ১০টায় পরশুরাম পাইলট হাইস্কুল থেকে ফেনি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হবে। অপারেশন শেষ করে পরদিন আবারো পরশুরামে পৌঁছিয়ে দেওয়া হব, ইনশাআল্লাহ!
সুন্দর এ প্রোগ্রামের জন্য সম্মানিত দাতা, সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীগণকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। সকলকে মহান আল্লাহ যথোপযুক্ত উত্তম প্রতিদান দিন।
আসুন আলো ফিরিয়ে দিই।
সুন্দর এ প্রোগ্রামের জন্য সম্মানিত দাতা, সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীগণকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। সকলকে মহান আল্লাহ যথোপযুক্ত উত্তম প্রতিদান দিন।
আসুন আলো ফিরিয়ে দিই।.