শেরপুর কৃষক স্বাবলম্বী প্রজেক্ট

Supporters Icon

2 Supporters

100%

BDT240000.00

raised of BDT 240000.00 goal

Campaign thumbnail

"বন্যার পর নতুন স্বপ্নের বীজ"

প্রাকৃতিক দুর্যোগ শুধু ফসল নয়, কৃষকের স্বপ্নও ধ্বংস করে দেয়। কিন্তু আমরা বিশ্বাস করি—সাহস আর সহযোগিতার মাধ্যমে যেকোনো বিপর্যয় জয় করা সম্ভব।
শেরপুরের ২১ জন বন্যাক্রান্ত কৃষকের মাঝে ধানের বীজ, সার, উন্নত মানের স্প্রে মেশিন ও কীটনাশক বিতরণের মাধ্যমে পাশে দাঁডিয়েছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।
এই সহায়তা তাদের জীবনে আবার সবুজের ছোঁয়া এনে দেবে, মাঠে হাসবে সোনালি ধানের শীষ, আর পরিবারের মুখে ফুটবে হাসি।.

Gallery

Recent Campaigns