আমিন জুটমিল চক্ষু ক্যাম্প

Supporters Icon

3 Supporters

100%

BDT287000.00

raised of BDT 287000.00 goal

Campaign thumbnail

দিনব্যাপী এ আয়োজনে আড়াই শতাধিক মানুষকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

রোডের আমিন জুট মিলের উত্তর গেইটের SARM স্ট্রাইকার জোনে এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এতে সম্পূর্ণ ফ্রি চোখের পরীক্ষা, অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ দ্বারা পরামর্শ ও চিকিৎসা, প্রয়োজন অনুযায়ী ফ্রি চশমা ও ওষুধ প্রদান ও নির্বাচিত রোগীদের ফ্রি ক্যাটারাক্ট (ছানি) অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। আজ এই ক্যাম্পে ২৫৯ জন রোগী সেবা পেয়েছেন। যার মধ্যে ৪০ জন রোগী সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও পাঁচজন নেত্রনালী অপারেশনের জন্য নির্বাচিত হয়েছেন।
এ অনুষ্ঠানে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। দেশের বহু মানুষ চোখের নানা ধরনের দৃষ্টি সমস্যায় ভুগছেন। কিন্তু অনেকেই অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না। তাই আমরা বিনা মূল্যের চক্ষু ক্যাম্পের আয়োজন করি। এ আয়োজনে সব শ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। পূর্বের ধারাবাহিকতায় আগামীতে এ ধরনের কার্যক্রম আরো অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।
তিনি বলেন, বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চোখের দৃষ্টি পরীক্ষাকরণ, চোখের ছানি সংক্রান্ত রোগী নির্বাচন করা, কম্পিউটারের মাধ্যমে ভিশন কারেকশন করা এবং পূর্ণ চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়। পাঁচজন বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে এ ক্যাম্পে সেবা প্রদান করা হয়েছে।
আজকের ক্যাম্পের অর্থায়নে ছিলেন আলহাজ্ব মুহাম্মদ শফি এন্ড ফ্যামিলি ফাউন্ডেশন।
আলহাজ্ব মুহাম্মদ শফি ও ফ্যামিলি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রশিদ আহমদ বলেন, দেশের জন্য কিছু করার মানসিকতা থেকে আমাদের আজকের আয়োজন। গ্রামের মানুষকে সাহায্য করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ!.

Gallery

Recent Campaigns