শ্বাসনালীর কান্সারে আক্রান্ত জেবুল হাসানের চিকিৎসায় সহযোগিতা প্রয়োজন
0 Supporters
0%
BDT0
raised of BDT 50000.00 goal

জেবুল হাসান গত ৬ মাস ধরে শ্বাসনালীর ক্যান্সারে (Tracheal Cancer) আক্রান্ত। বর্তমানে তিনি অক্সিজেন মেডি কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
প্রতি ২১ দিন পরপর তাকে একটি করে কেমোথেরাপি দিতে হচ্ছে, যার প্রতিটির খরচ প্রায় ২১,০০০ টাকা।
ডাক্তারদের মতে, তার মোট ৩০টি কেমোথেরাপি ও রেডিওথেরাপি দরকার হবে, যার সঙ্গে আনুষঙ্গিক অন্যান্য চিকিৎসা খরচ মিলে মোট ব্যয় প্রায় ৫ লক্ষ টাকা।
এই খরচ তার পরিবারের পক্ষে বহন করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। এই কঠিন সময়ে জেবুল হাসানের জীবনের জন্য আপনার একটু সহযোগিতাই হতে পারে সবচেয়ে বড় সহায়।
আসুন, আমরা সবাই মিলে একটি জীবন বাঁচানোর জন্য পাশে দাঁড়াই।.