হৃদরোগে আক্রান্ত অসহায় রুগীর জন্য ১ মাসের ওষুধ সহায়তা প্রয়োজন
18 Supporters
100%
BDT18712.58
raised of BDT 10000.00 goal

হৃদরোগে আক্রান্ত অসহায় রুগীর জন্য ১ মাসের ওষুধ সহায়তা প্রয়োজন
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত বছর হার্ট অ্যাটাকে আক্রান্ত হন । যিনি দীর্ঘদিন গার্মেন্টস শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। হার্ট অ্যাটাকের পর তিনি কর্মক্ষমতা হারিয়ে ফেলেন এবং পরিবারটি চরম অর্থনৈতিক সংকটে পড়ে। সর্বশেষ গত ১০ জুলাই তার হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন হয়, যা পরিচালনা করতে গিয়ে তারা সব সঞ্চয় হারায়।
সার্জারির পর নিয়মিত ওষুধ ও চিকিৎসা খরচ বহন করতে না পারায় পরিবারটি চরম দুশ্চিন্তায় আছে।.