পূনর্বাসনের জন্য আবেদন

Published at 2024-10-12 15:02:41

Short Description

নামঃ মোহাম্মদ রাজন শারিরীক প্রতিবন্ধী পেশাঃ অটো চালক ঠিকানাঃ পিয়ারাপুর ইউনিয়ন,লক্ষীপুর সদর,লক্ষীপুর।

Long Description

আমি একজন পঙ্গু প্রতিবন্ধি,ভাড়ায় অটো রিকশা চালিয়ে কোনভাবে জীবনযাপন করি। ২৪ এর বন্যায় লক্ষীপুরের পিয়ারাপুর উপজেলার ওয়াপদা খাল ভাঙ্গনের কারণে আমাদের অনেক পরিবারের ভিটে ও ঘর খালেরনপানিতে তলিয়ে যায়।বর্তমানে অত্র এলাকার ভবানিপুরে আমার অল্প পরিমাণ জায়গা রয়েছে।যেখানে একটি ঘর তৈরি করে দিলে আমার ও আমার পরিবারের জন্য উপকার হবে।

0 Tk raised of 80,000 TK target

0%

0 donations


Address

Upazila Lohagara Upazila
District Chittagong District
Division Chittagong Division
Country Bangladesh