একটি নিষ্পাপ প্রাণ বাঁচাতে এগিয়ে আসুন

Supporters Icon

4 Supporters

1%

BDT2301.00

raised of BDT 300000.00 goal

২ মাসের শিশু মরিয়মের হার্টে দুটি ছিদ্র রয়েছে, হার্টের পজিশন ঠিক নেই, ব্লাড সার্কুলেশনের একটি নল সংকুচিত হয়ে আছে এ কারণে ঠিকমতো শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এর পাশাপাশি বর্তমানে মেজর প্রবলেম হয়ে দাঁড়িয়েছে তার নিউমোনিয়া। বাচ্চার বয়স দুই মাস,ওজন ৩ কেজি। মরিয়মের ওপেনহার্ট সার্জারির প্রয়োজন।

বর্তমানে তারা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সাত দিন ধরে ভর্তি আছে এখানে এখন পর্যন্ত সর্বমোট ২১০০০ টাকা খরচ হয়েছে। যার যোগান এসেছে ওনাদের ফ্যামিলি মেম্বারদের সহযোগিতায়। বাংলাদেশে ওপেন হার্ট সার্জারি করতে হলে সর্বসাকুল্যে ৫-৬ লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু এখানে আরেকটা মেজর প্রবলেম হচ্ছে বাংলাদেশে বাচ্চার ওজন ১০ কেজি হওয়ার পূর্বে কোন ডাক্তার ঝুঁকি নিতে চায় না এজন্য বাচ্চার দেশের বাহিরে চিকিৎসা প্রয়োজন। সেখানে ভারতে চিকিৎসা নিলে সর্বসাকুল্যে ৭-৮ লাখ টাকা খরচ হতে পারে। পরিবারের অবস্থা শোচনীয় হওয়ায় এতগুলো টাকা যোগান দেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই মরিয়মকে বাঁচাতে আমাদের ছোট্ট ছোট্ট হাত বাড়িয়ে দিই।আমাদের ভালোবাসায় হাসি ফুটতে পারে মরিয়মের মুখে।.

Gallery

Recent Campaigns