শহীদ পরিবারের জন্য ১ কোটি টাকার উদ্যোগ

Published at 2024-11-28 14:48:35

Short Description

শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের পরিবারের জন্য ১ কোটি টাকার উদ্যোগ

Long Description

শত কোটি টাকা দিয়েও আমরা শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তাঁর নিষ্পাপ সন্তানের কাছে ফিরিয়ে দিতে পারব না। কিন্তু আমরা সংকল্প করেছি, বাংলার জমিনে মাজলুমের প্রতিকী ইতিহাস হয়ে উঠা এই পরিবারের পাশে অন্তত এক কোটি টাকার উপহার নিয়ে দাঁড়াতে চাই।

শহীদ সাইফুল ইসলামের ছোট্ট মেয়েটির পড়াশোনার দায়িত্ব, ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসা ও আগত সন্তানের ভবিষ্যৎ, স্বামীহারা মায়ের জন্য একটি স্থায়ী আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে এই উপহার দারুণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন এর নিজস্ব তহবিল থেকে প্রাথমিকভাবে ১ লক্ষ টাকা উপহার দিয়ে এই মহৎ উদ্যোগের বিসমিল্লাহ করছি। আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই, এই মানবিক দায়িত্ব পালনে আন্তরিক ভালোবাসায় আপনাদের উপহার নিয়ে এগিয়ে আসুন। এটি শুধু একটি পরিবারের পাশে দাঁড়ানো নয়, বরং আমাদের ভালোবাসা এবং ঐক্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে, ইনশাআল্লাহ! 

“শহীদ পরিবারের জন্য ফাউন্ডেশনের ১,০০,০০,০০০ টাকার উদ্যোগ” বাস্তবায়নে ফাউন্ডেশনের সদ্য উদ্ভাবিত এবং শতভাগ নিরাপদ প্ল্যাটফর্ম helpnhelper.com-এর সংযুক্ত লিংকে ক্লিক করে দেশ-বিদেশ থেকে সহজেই অংশগ্রহণ করতে পারেন। এখানে আপনি আপনার পক্ষ থেকে যেকোনো পরিমাণ উপহার সহজেই প্রদান করতে পারবেন। আপনার দেওয়া উপহারসহ তহবিলে কত টাকা জমা হয়েছে, তার লাইভ আপডেটও সাথে সাথে দেখতে পারবেন।

আগামী ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবসে, উত্তোলিত পুরো উপহার সরকারি এবং বেসরকারি দায়িত্বশীলগণের উপস্থিতিতে শহীদ পরিবারের হাতে তুলে দেওয়া হবে, ইনশাআল্লাহ।

helpnhelper.com-এ উপহার প্রদানের ক্ষেত্রে যেকোনো সহযোগিতা প্রয়োজন হলে যোগাযোগ করুন 01841040543 নম্বরে। আসুন, আমরা একসঙ্গে এগিয়ে এসে শহীদ সাইফুলের পরিবারের পাশে দাঁড়াই এবং ভালোবাসা ও মানবতার এই উপহার পৌঁছে দিয়ে আপনিও নতুন এক ইতিহাসে অংশগ্রহণ করুন।

কেউ সরাসরি ব্যাংকে জমা দিতে চাইলে নিম্নোক্ত একাউন্টে দেয়া যাবে। এ ক্ষেত্রে জমা রেফারেন্সে কাইন্ডলী "শহীদ সাইফুল" শব্দটা উল্লেখ করুন।

Account Name: Alhaj Shamsul Hoque Foundation General Fund
A/C:  20503480201545807
Swift Code: IBBLBDDH348
Routing Number: 125150798
Islami Bank Bangladesh Limited
Bahaddarhat Branch, Chittagong, Bangladesh 

উল্লেখ্য সরাসরি ব্যংকে জমা বা ট্রান্সফার দিলে কোন পেমেন্ট গেটওয়ে না থাকায় কোন এক্সট্রা চার্জ যুক্ত হবে না।  শোকরান।

2,055,657 Tk raised of 10,000,000 TK target

21%

300 donations


Address

Upazila Lohagara Upazila
District Chittagong District
Division Chittagong Division
Country Bangladesh