গড়ে উঠেছে পঙ্গু প্রতিবন্ধি রাজনের বাড়ি
গড়ে উঠেছে পঙ্গু প্রতিবন্ধি রাজনের বাড়ি
Short Description
North American Humanitarian Aid and Relief (NAHAR) ও Alhaj Shamsul Hoque Foundation এর সহযোগিতায় গড়ে উঠেছে পঙ্গু প্রতিবন্ধি রাজনের বাড়ি।
Long Description
ভাড়ায় অটো চালিয়ে তিলে তিলে গড়ে উঠা রাজনের স্বপ্ন তলিয়ে গিয়েছিলো ২৪ এর ভয়াবহ বন্যায়। লক্ষীপুরের পিয়ারাপুর উপজেলার ওয়াপদা খালের ভাঙ্গনের কারণে রাজন সহ আরো অনেক পরিবার ভিটে ও ঘর হারায়। North American Humanitarian Aid and Relief (NAHAR) এর আর্থিক সহযোগিতায় ও Alhaj Shamsul Hoque Foundation (ASH Foundation) এর ব্যবস্থাপনায় নতুন রূপ পেলো রাজনের নতুন ঘর।