মাল্টিপল মায়ালোমা (ব্লাড ক্যান্সার)-এ আক্রান্ত আবু আহমেদের পাশে দাঁড়ান !

Supporters Icon

0 Supporters

0%

BDT0

raised of BDT 264000.00 goal

Campaign thumbnail

আবু আহমেদ (বয়স ৫২) বর্তমানে মাল্টিপল মায়ালোমা (ব্লাড ক্যান্সার)-এ আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন।
ডাক্তাররা জানিয়েছেন, টানা ৬ মাস কেমোথেরাপি দিলে এই ক্যান্সার নিয়ন্ত্রণে আনা সম্ভব।

আমরা ইতোমধ্যে ২ মাস কেমোথেরাপি চালিয়ে যাচ্ছি।
প্রতি মাসে দিতে হচ্ছে ৪টি কেমো, প্রতিটি কেমোথেরাপির ওষুধের খরচ ১১,০০০ টাকা।
👉 অর্থাৎ প্রতি মাসে খরচ হচ্ছে ৪৪,০০০ টাকা।
আর পুরো ৬ মাসে দরকার ২ লাখ ৬৪ হাজার টাকা (২,৬৪,০০০)।

এই বিশাল খরচ আমাদের সাধারণ পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।
তাই আপনাদের কাছে মানবিক সহায়তার আবেদন জানাচ্ছি।

আপনার একটি সাহায্যই একজন মানুষের জীবন বাঁচাতে পারে।.

Gallery

Recent Campaigns