Discover helpNhelper inspired by what you care about
Lorem ipsum dolor sit amet consectetur. Eget et ultricies cursus fusce. Non ullamcorper imperdiet fringilla odio sed sagittis.
হৃদরোগে আক্রান্ত অসহায় রুগীর জন্য ১ মাসের ওষুধ সহায়তা প্রদান।
আলহামদুলিল্লাহ্ হৃদরোগে আক্রান্ত অসহায় রুগীর জন্য ১ মাসের ওষুধ সহায়তা প্রদান করা হয়েছে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত বছর হার্ট অ্যাটাকে আক্রান্ত হন । যিনি দীর্ঘদিন গার্মেন্টস শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। হার্ট অ্যাটাকের পর তিনি কর্মক্ষমতা হারিয়ে ফেলেন এবং পরিবারটি চরম অর্থনৈতিক সংকটে পড়ে। সর্বশেষ গত ১০ জুলাই তার হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন হয়, যা পরিচালনা করতে গিয়ে তারা সব সঞ্চয় হারায়। সার্জারির পর নিয়মিত ওষুধ ও চিকিৎসা খরচ বহন করতে না পারায় পরিবারটি চরম দুশ্চিন্তায় ছিল।
Description
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত বছর হার্ট অ্যাটাকে আক্রান্ত হন । যিনি দীর্ঘদিন গার্মেন্টস শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। হার্ট অ্যাটাকের পর তিনি কর্মক্ষমতা হারিয়ে ফেলেন এবং পরিবারটি চরম অর্থনৈতিক সংকটে পড়ে। সর্বশেষ গত ১০ জুলাই তার হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন হয়, যা পরিচালনা করতে গিয়ে তারা সব সঞ্চয় হারায়। সার্জারির পর নিয়মিত ওষুধ ও চিকিৎসা খরচ বহন করতে না পারায় পরিবারটি চরম দুশ্চিন্তায় ছিল।

চব্বিশের বন্যায় ত্রাণসামগ্রী বিতরণ প্রজেক্ট
শুকনো খাবার বিতরণ ফেনীর দাগনভূঞা, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও ফেনী সদর, কুমিল্লার মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলা, নোয়াখালী ও চাঁদপুরের বিভিন্ন স্থান এবং চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও মীরসরাই উপজেলা শুকনো খাবারের মধ্যে ছিল মুড়ি, চিড়া, গুড়, বিস্কুট, চানাচুর। এছাড়াও পানি, ওরসস্যালাইন, মোমবাতি, দিয়াশলাই মিলে প্রতি পরিবারের জন্য প্রায় ৫-৬ কেজির প্যাকেজ বিতরণ করা হয়।
Description
ফেনীর দাগনভূঞা, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও ফেনী সদর, কুমিল্লার মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলায় চিড়া মুড়ি, চিনি, বিস্কিট, ওরস্যালাইন আর ২ লিটারের পানির বোতল দিয়ে শুকনো খাবারের একাধিক প্যাকেজ বিতরণ করা হয়েছে দুইশত বন্যার্ত পরিবারের মাঝে।

বন্যা পরবর্তী ১০০ ঘর নির্মাণ কর্মসূচী!
বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহীন পরিবারের পুনর্বাসন নিয়ে শুভ উদ্ধোধন হয়ে গেলো Alhaj Shamsul Hoque Foundation এর শত ঘর নির্মাণ প্রকল্প। বাংলাদেশ সরকার এর মাননীয় ধর্ম উপদেষ্টা ড.আ.ফ.ম. খালিদ হোসাইন লক্ষীপুরের ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ মহতী প্রকল্প উদ্ধোধন করেন।
Description
আশ ফাউন্ডেশনের নিবেদিতপ্রাণ স্থানীয় স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচিত পরিবারসমূহের মাঝে এ সময় সরকারের ধর্ম উপদেষ্টা মহোদয় ও ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী Muhammed Nasir Uddin ঘরের চাল ও বেড়ার টিন, চৌকি, ডেকচি-পাতিল সেট, বালতি, মগ ইত্যাদি তুলে দেন। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও ফাউন্ডেশনের উপদেষ্টা ড.ইসমাইল হোসাইন, লক্ষীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার তারেক বিন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সোহেল রানা, সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন মজুমদার সহ স্থানীয় গণ্যমান্য স্বেচ্ছাসেবী ব্যক্তিগণ। বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহীন পরিবারের পুনর্বাসন প্রজেক্টে আমাদের সাথে ছিল শামসুল হক ফাউন্ডেশন, NAHAR, SWMA, ABAM FOUNDATION, দুরবীন ফাউন্ডেশন।

বন্যার্ত মানুষের জন্য তোষক, বালিশসামগ্রী বিতরণ কর্মসূচী
বন্যার্ত মানুষের জন্য লক্ষীপুর, নোয়াখালী, ফেনীর দাগনভূঞা, পরশুরাম, ছাগলনাইয়া, ফুলগাজী, সোনাগাজীসহ বিবিধ স্থানের প্রায় ২ হাজার মানুষের জন্য Alhaj Shamsul Hoque Foundation এর ব্যবস্থাপনায় বিতরণ করা হয় প্রয়োজনীয় বিছানা সামগ্রী। সরেজমিনে যাচাই-বাছাই করে পূর্বপরিকল্পিত তালিকা অনুযায়ী প্রতি পরিবারের জন্য যাতে রয়েছে মানসম্মত তোষক, মাদুর, বালিশ, বেডশীট, গামছা ইত্যাদির বিশেষ প্যাকেজ।
Description
সরেজমিনে যাচাই-বাছাই করে পূর্বপরিকল্পিত তালিকা অনুযায়ী প্রতি পরিবারের জন্য যাতে রয়েছে মানসম্মত তোষক, মাদুর, বালিশ, বেডশীট, গামছা ইত্যাদির বিশেষ প্যাকেজ।

পরশুরাম চক্ষু ক্যাম্প ২০২৪
ফেনির পরশুরাম উপজেলার পাইলট হাইস্কুলে Alhaj Shamsul Hoque Foundation এর ব্যবস্থাপনায় ও সেন্ড এ লিটল হোপ, ইউকের সহযোগিতায় ফ্রি চক্ষু ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
Description
প্রায় ৩০০ এর বেশি বৃদ্ধ মা-বাবা এখানে উপস্থিত হয়ে পেয়েছেন সম্পূর্ণ বিনামূল্যে চোখের চিকিৎসা, ঔষধ ও চশমা। এছাড়া ক্যাম্প থেকে নির্বাচিত ৩১ জন বয়োবৃদ্ধ মা-বাবা পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন এর দারুণ সুযোগ! নির্বাচিত রোগীদেরকে আগামি ২৫ তারিখ ও নভেম্বর মাসের ১ তারিখে ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সকাল ১০টায় পরশুরাম পাইলট হাইস্কুল থেকে ফেনি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হবে। অপারেশন শেষ করে পরদিন আবারো পরশুরামে পৌঁছিয়ে দেওয়া হব, ইনশাআল্লাহ! সুন্দর এ প্রোগ্রামের জন্য সম্মানিত দাতা, সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীগণকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। সকলকে মহান আল্লাহ যথোপযুক্ত উত্তম প্রতিদান দিন। আসুন আলো ফিরিয়ে দিই। সুন্দর এ প্রোগ্রামের জন্য সম্মানিত দাতা, সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীগণকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। সকলকে মহান আল্লাহ যথোপযুক্ত উত্তম প্রতিদান দিন। আসুন আলো ফিরিয়ে দিই।

শেরপুর কৃষক স্বাবলম্বী প্রজেক্ট
বন্যার পর নতুন স্বপ্নের বীজ! প্রাকৃতিক দুর্যোগ শুধু ফসল নয়, কৃষকের স্বপ্নও ধ্বংস করে দেয়। কিন্তু আমরা বিশ্বাস করি—সাহস আর সহযোগিতার মাধ্যমে যেকোনো বিপর্যয় জয় করা সম্ভব। শেরপুরের ২১ জন বন্যাক্রান্ত কৃষকের মাঝে ধানের বীজ, সার, উন্নত মানের স্প্রে মেশিন ও কীটনাশক বিতরণের মাধ্যমে পাশে দাঁডিয়েছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।
Description
প্রাকৃতিক দুর্যোগ শুধু ফসল নয়, কৃষকের স্বপ্নও ধ্বংস করে দেয়। কিন্তু আমরা বিশ্বাস করি—সাহস আর সহযোগিতার মাধ্যমে যেকোনো বিপর্যয় জয় করা সম্ভব। শেরপুরের ২১ জন বন্যাক্রান্ত কৃষকের মাঝে ধানের বীজ, সার, উন্নত মানের স্প্রে মেশিন ও কীটনাশক বিতরণের মাধ্যমে পাশে দাঁডিয়েছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। এই সহায়তা তাদের জীবনে আবার সবুজের ছোঁয়া এনে দেবে, মাঠে হাসবে সোনালি ধানের শীষ, আর পরিবারের মুখে ফুটবে হাসি।

সিলেট চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচী
শীতের উষ্ণতায় চা শ্রমিকদের পাশে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন! আলহাজ শামসুল হক ফাউন্ডেশন তাদের শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছে। এই মহতী উদ্যোগে ৩৫০ পরিবারে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ফেনী এবং জাফলং চা বাগানের শ্রমিকদের মধ্যে।
Description
জাফলং চা বাগানের এই শ্রমিকরা প্রতিদিন মাত্র ১৭০ টাকা মজুরি পান, যা বর্তমান বাজারের মূল্যমানের সঙ্গে তুলনা করলে অত্যন্ত অমানবিক। এই দুরবস্থার কথা বিবেচনা করে তাদের দিয়েই আমাদের শীতবস্ত্র বিতরণের উদ্যোগ। এই মহতী কার্যক্রমে আমাদের সঙ্গে ছিলেন Send A Little Hope UK এর সিইও মুজাহিদুল ইসলাম রিয়াজ ভাই।তার উপস্থিতি এবং সহায়তায় আমাদের কার্যক্রম আরও সমৃদ্ধ হয়েছে। আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে সক্ষম হবে বলে আমরা আশা করি। শীতবস্ত্র বিতরণের এই কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে দেশের আরও অসহায় মানুষ শীতের প্রকোপ থেকে কিছুটা স্বস্তি পেতে পারে। আপনার সামর্থ্য অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাঁড়ান এবং তাদের মুখে হাসি ফোটান। আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি মানবিক ও সহমর্মিতার সমাজ গড়ে তুলতে পারবো।

আমিন জুট্মিল চক্ষু ক্যাম্প ২০২৫
দিনব্যাপী এ আয়োজনে আড়াই শতাধিক মানুষকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়
Description
রোডের আমিন জুট মিলের উত্তর গেইটের SARM স্ট্রাইকার জোনে এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে সম্পূর্ণ ফ্রি চোখের পরীক্ষা, অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ দ্বারা পরামর্শ ও চিকিৎসা, প্রয়োজন অনুযায়ী ফ্রি চশমা ও ওষুধ প্রদান ও নির্বাচিত রোগীদের ফ্রি ক্যাটারাক্ট (ছানি) অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। আজ এই ক্যাম্পে ২৫৯ জন রোগী সেবা পেয়েছেন। যার মধ্যে ৪০ জন রোগী সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও পাঁচজন নেত্রনালী অপারেশনের জন্য নির্বাচিত হয়েছেন। এ অনুষ্ঠানে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। দেশের বহু মানুষ চোখের নানা ধরনের দৃষ্টি সমস্যায় ভুগছেন। কিন্তু অনেকেই অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না। তাই আমরা বিনা মূল্যের চক্ষু ক্যাম্পের আয়োজন করি। এ আয়োজনে সব শ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। পূর্বের ধারাবাহিকতায় আগামীতে এ ধরনের কার্যক্রম আরো অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান। তিনি বলেন, বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চোখের দৃষ্টি পরীক্ষাকরণ, চোখের ছানি সংক্রান্ত রোগী নির্বাচন করা, কম্পিউটারের মাধ্যমে ভিশন কারেকশন করা এবং পূর্ণ চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়। পাঁচজন বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে এ ক্যাম্পে সেবা প্রদান করা হয়েছে। আজকের ক্যাম্পের অর্থায়নে ছিলেন আলহাজ্ব মুহাম্মদ শফি এন্ড ফ্যামিলি ফাউন্ডেশন। আলহাজ্ব মুহাম্মদ শফি ও ফ্যামিলি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রশিদ আহমদ বলেন, দেশের জন্য কিছু করার মানসিকতা থেকে আমাদের আজকের আয়োজন। গ্রামের মানুষকে সাহায্য করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ!.

গড়ে উঠেছে পঙ্গু প্রতিবন্ধি রাজনের বাড়ি
North American Humanitarian Aid and Relief (NAHAR) ও Alhaj Shamsul Hoque Foundation এর সহযোগিতায় গড়ে উঠেছে পঙ্গু প্রতিবন্ধি রাজনের বাড়ি।
Description
ভাড়ায় অটো চালিয়ে তিলে তিলে গড়ে উঠা রাজনের স্বপ্ন তলিয়ে গিয়েছিলো ২৪ এর ভয়াবহ বন্যায়। লক্ষীপুরের পিয়ারাপুর উপজেলার ওয়াপদা খালের ভাঙ্গনের কারণে রাজন সহ আরো অনেক পরিবার ভিটে ও ঘর হারায়। North American Humanitarian Aid and Relief (NAHAR) এর আর্থিক সহযোগিতায় ও Alhaj Shamsul Hoque Foundation (ASH Foundation) এর ব্যবস্থাপনায় নতুন রূপ পেলো রাজনের নতুন ঘর।
