Story
সিলেট চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ
শীতের উষ্ণতায় চা শ্রমিকদের পাশে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন! আলহাজ শামসুল হক ফাউন্ডেশন তাদের শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছে। এই মহতী উদ্যোগে ৩৫০ পরিবারে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ফেনী এবং জাফলং চা বাগানের শ্রমিকদের মধ্যে।
জাফলং চা বাগানের এই শ্রমিকরা প্রতিদিন মাত্র ১৭০ টাকা মজুরি পান, যা বর্তমান বাজারের মূল্যমানের সঙ্গে তুলনা করলে অত্যন্ত অমানবিক। এই দুরবস্থার কথা বিবেচনা করে তাদের দিয়েই আমাদের শীতবস্ত্র বিতরণের উদ্যোগ। এই মহতী কার্যক্রমে আমাদের সঙ্গে ছিলেন Send A Little Hope UK এর সিইও মুজাহিদুল ইসলাম রিয়াজ ভাই।তার উপস্থিতি এবং সহায়তায় আমাদের কার্যক্রম আরও সমৃদ্ধ হয়েছে। আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে সক্ষম হবে বলে আমরা আশা করি। শীতবস্ত্র বিতরণের এই কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে দেশের আরও অসহায় মানুষ শীতের প্রকোপ থেকে কিছুটা স্বস্তি পেতে পারে। আপনার সামর্থ্য অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাঁড়ান এবং তাদের মুখে হাসি ফোটান। আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি মানবিক ও সহমর্মিতার সমাজ গড়ে তুলতে পারবো।