চব্বিশের বন্যায় ত্রাণ বিতরণ

Supporters Icon

3 Supporters

100%

BDT6450000.00

raised of BDT 6450000.00 goal

Campaign thumbnail

শুকনো খাবার বিতরণ ফেনীর দাগনভূঞা, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও ফেনী সদর, কুমিল্লার মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলা, নোয়াখালী ও চাঁদপুরের বিভিন্ন স্থান এবং চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও মীরসরাই উপজেলা শুকনো খাবারের মধ্যে ছিল মুড়ি, চিড়া, গুড়, বিস্কুট, চানাচুর। এছাড়াও পানি, ওরসস্যালাইন, মোমবাতি, দিয়াশলাই মিলে প্রতি পরিবারের জন্য প্রায় ৫-৬ কেজির প্যাকেজ বিতরণ করা হয়।

এখনো রান্নার চুলা জ্বালানোর উপায় নাই। গতকালের দীর্ঘ সময় বৃষ্টিতে পানি আবারো বেড়েছে। চিড়া, মুড়ি, চিনি, বিস্কিট, ওরস্যালাইন আর ২ লিটারের পানির বোতল দিয়ে শুকনো খাবারের এই প্যাকেজটার এখন বড্ড ডিমান্ড! শুকনো খাবারের এই প্যাকেজ বিতরণ করা হয়েছে দুইশত বন্যার্ত পরিবারের মাঝে।.

Gallery

Recent Campaigns